পবিত্রতা 

পবিত্রতা:

মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন- إِنَّٱللَّهَيُحِبُّٱلتَّوَّٰبِينَوَيُحِبُّٱلْمُتَطَهِّرِينَ
অর্থাৎ- আল্লাহ্ তাওবাকরীকে ভালবানসন এবং তাদেরকেও ভালবাসেন যারা পবিত্র। (সূরা বাকারা: ২২২)
প্রিয় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
পবিত্রতা ঈমানের অর্ধাংশ। (মিশকাত: ৩৮)

রাসূলুল্লাহ্ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন- “যখন কোন মুমিন অথবা মুনলিম বান্দাহ্ ওযু করে চেহারা ধৌত করে, (তাঁর চেহারা থেকে) তাঁর চোখের দ্বারা কৃত সব গুনাহ্ পানির সাথে অথবা পানির শেষ বিন্দু্র সাথে দূর হয়ে যায়।যখন সে তার হাত ধৌত করে, তাঁর হাতের কৃত সমস্ত গুনাহ্ তাঁর হাত থেকে পানির  সাথে অথবা পানির শেষ বিন্দু্র সাথে দূর হয়ে য়ায। (মুসলিম শরীফ)

মোটকথা, ইসলাম পবিত্রার ও পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। নিম্নে পবিত্রতা বিষয়ক আলোচলনা করা হল।

তাহরাত বা পবিত্রতার সংঙ্গা ও স্তর:
‘তাহরাত’() আরবী শব্দ। এর আবিধানিক অর্থ- পবিত্রতা।শরীয়তের পরিভাষায়, নির্দিষ্ট পদ্ধতিতে নাপাকী হতে পবিত্রতা লাভ করাকে ‘তাহরাত’ বলা হয়।
প্রকৃতপক্ষে পবিত্রতা দু’ ভাগে বিভক্ত:
১। জাহেরী পবিএতা।
২। বতেনী পবিত্রতা।

অযু
অযু, পবিত্রতা

Reach Us

Email

admin@namazshikha.com

1 Comment

  1. Namaz Shikha

    নামাজ শিক্ষা ওয়েব সাইটে আপনাকে সাগতম। আশাকরি আপনার মূলবান মতামত দিয়ে আমাদের উৎসাহ দিবেন।

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *