হজ্জ 

‘হজ্জ’ ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম একটি ‘হজ্জ’ (—) এর আভিধানিক অর্থ-ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি  শরীয়তের পরিভাষায়- “আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শরীয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট স্থান তথা ৰায়তুল্লাহ্ শরীফ এবং সংশ্লিষ্ট স্থানসমূহ নির্ধারিত কার্যবলীর মাধ্যমে যিয়ারত করাকে ‘হজ্জ’ বলে।”

হজ্জের ঐতিহাসিক পটভূমি

‘হজ্জ’  ইসলামের একটি নিদর্শন । এর প্রত্যেকটি আমলে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট ও স্মৃতি স্মারক ৷ অতি প্রাচীনকাল থেকে আল্লাহ্ ’র প্রেমিক বান্দাহ্গণ ৰায়তুস্লাহ্ শরীফের হজ্জ ও যিয়ারত করে আসছেন ৷ সংক্ষেপে এর ঐতিহাসিক পটভূমি আলোচনা করা হল । পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছিল তা হলো কা’বা ঘর । পবিত্র কুরআন কারীমে ইৱশাদ হয়েছে-

অর্থাৎ- মানব জাতীর জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো ৰাক্কায় (মক্কায়), তা বরকতময় ও বিশ্ব জগতের দিশারী । (সূরা আলে ইমরান= ৯৬)

পবিত্র কা’বা ঘর কখন নির্মিত হয়েছিল এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় ৷ কেউ কেউ বলেন,  হযরত ইব্রাইীম আলাইহিস্‌ সালাম-এর প্রথম নির্মাতা । আবার অনেকে বলেন হযরত আদম আলাইহিস্ সালাম এই ঘর প্রথম নির্মাণ করেছিলেন  ফিরিশতা কর্তৃক এই  ঘর নির্মিত হয়েছিল এরূপ বর্ণনাও পাওয়া যায়।

 জান্নাত থেকে হযরত আদম আলইহিস্ সালাম দুনিয়াতে আগমনের পর তিনি আল্লাহ্ রাব্বুল আলামীনের নিকট ইবাদতের জন্য একটি ঘর নির্মাণের ফরিয়াদ করলে আল্লাহ্ পাক র্তঁকে এ কা’বা ঘর নির্মাণের নির্দেশ দিলেন  এরপর হযরত জিব্র৷ইল আলইহিস্ সালাম এর স্থান ও নকশা পেশ করলেন এবং হযরত আদম আলইহিস্ সলাম সেই মোতাবেক কা’বা ঘর নির্মান করেন ৷ (শু’আবুল ঈমান লিল্ বায়হাক্বী)

অতঃপর বাবা আদম আলাইহিস্ সালাম এ ঘরের তাওয়াফ ও যিয়ারত করেন ৷ এরপর থেকে এই ঘরের তাওয়াফ ও যিয়ারত শুরু হয় ৷ হযরত নূহ্ আলইহিস্ সালাম-এর সময়কাল তুফানে এই ঘর লোক চক্ষুর অন্তরালে চাপা পড়ে যায় ৷

এরপর আল্লাহ্ পাক হযরত ইব্রাহীম আলাইহিসৃ সলোমকে কা’বা ঘর পুনঃনির্মাণের নির্দেশ দেন ৷ হাদীস শরীফে এসেছে, বায়তূল্লাহ্ শরীফের পুনঃনির্মাণের কাজ সমাধা করার  পর হযরত জিব্রাইল আলাইহিস্ সালাম হযরত ইব্রহীম অলোইহিস সালামকে এই গৃহের তাওয়াফ ও হজ্জ করার জন্য বললেন।

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *